বিশাল যানজট
পাটুরিয়া-দৌলতদিয়ায় বিশাল যানজট
পাটুরিয়া-দৌলতদিয়ায় অপেক্ষায় রয়েছে পাঁচ শতাধিক যানবাহন
পাটুরিয়া-দৌলতদিয়ায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। উভয় ঘাটে পারের অপেক্ষায় রয়েছে পাঁচ শতাধিক যানবাহন। বৈরী আবহাওয়ার কারণে এই নৌরুটে দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ঘাট সংশ্লিষ্টরা।
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, বৈরী আবহাওয়ার কারণে সোমবার রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। পরে আবহাওয়া অনুকূলে আসলে আবারো ফেরি চলাচল শুরু করা হয়। এতে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যানবাহনের লাইন বাড়তে থাকে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের বহরে ছোট বড় মিলে ১৬টি ফেরি রয়েছে।
এর মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে মেরামতে রয়েছে তিনটি ফেরি। বাকি ১৩টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে। তবে রাতে দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় দুই শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে।