শাস্তি মিলল হিন্দু যুবকের
পবিত্র স্থান কাবা শরিফকে অপমান করায় শাস্তি মিলল হিন্দু যুবকের
কাবা শরিফের উপরে হিন্দুদের মুর্তি হনুমানের ছবি
চাঁদপুর জেলার, মতলব দঃ উপজেলার নারায়নপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের এই হিন্দু ছেলেটি পেশায় একজন নাপিত। নাম অভয় দাশ ( ত্রিনাথ)।
গত পরশুদিন মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান কাবা শরিফের উপরে হিন্দুদের মুর্তি হনুমানের ছবি দিয়ে একটি পোস্ট ছাড়ে। ছেলেটির দোকান ৫ নং ওয়ার্ড দৌলতপুরের মুসলিম প্রধানীয়ার মার্কেটে।ছবিটি পোস্ট দেওয়ার সাথে সাথেই ছড়িয়ে পরে পুরা এলাকায়।মুহুর্তের মধ্যেই সমস্ত মুসলিম যুব সমাজে উত্তেজনা চড়িয়ে পড়ে।ঘটনাটি বুঝতে পেরে ঐ দিন বিকেলে ছেলটি আর দোকান খোলেনি। পরে এলাকার আওয়ামীলীগ সভাপতি জনাব আবুল খায়ের খানকে বিষটি জানানো হয়।
তিনি ও গন্যমান্য ব্যক্তি মিলে মতলব দঃ থানার ও সি কে জানান। ও সি সাহেব সকলকে শান্ত থাকার অনুরোধ জানান।এবং এই বলে আশ্বাস দেন যে খুব দ্রুত আইনি প্রক্রিয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অবশেষে গতকাল ১ দিন পর প্রশাসন তাকে গ্রেফতার করে।
এলাকাবাসীর দাবি অভই দাশকে দৃষ্টান্ত মুলক শাস্তি দেওয়া হোক।