তিশা
তিশা এমন কেন?
ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
সম্প্রতি ভারতীয় পরিচালক অরিন্দম শীলের ‘বালিঘর’ সিনেমায় অভিনয় করার কথা শোনা গিয়েছিল। কিন্তু তিশা জানালেন ব্যস্ততার জন্য ছবিটি তিনি করছেন
তিশা বলেন, শিডিউলঘটিত জটিলতার কারণে আমি সেই ছবিটা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি।
তবে এবারের ঈদে বেশ কিছু নাটকে অভিনয় করছেন তিশা। এর মধ্যে মাহমুদ দিদারের পরিচালনায় বিশেষ টেলিফিল্ম ‘জেনিফার তুমি রক্তগোলাপ’- এ অভিনয় করেন। ছবিটিতে অন্য লুকে দেখা গেছে তিশাকে।
এই টেলিফিল্মের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। রাজধানীর এফডিসি ও প্রিয়াংকা শুটিং স্পটে টানা তিন দিন নাটকটি চিত্রায়িত হয়েছে। নিজের সিনেমায় কিলারের চরিত্রে অভিনয় করতে গিয়ে সেই ভিলেনকেই সহশিল্পী হিসেবে চান জেনিফার।
অতঃপর খুনের দৃশ্যে অভিনয় করতে গিয়ে সত্যি সত্যিই তাকে খুন করে বসেন তিনি। এমন নাটকীয়তায় এগিয়ে যায় গল্প। মাহমুদ দিদারের গল্পে নাটকটির চিত্রনাট্য করেছেন মোহাম্মদ আলী ও রায়হান আসাদ।