তিন দিন ব্যাপী বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা শুরু
জয়পুরহাটে তিন দিন ব্যাপী বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা শুরু।
নিশাত আনজুমান স্টাফ রিপোর্টার, আকেকলপুর, জয়পুরহাট :উত্তরবঙ্গের চারটি জেলার চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহণে জয়পুরহাটে শুরু হয়েছে তিনদিন ব্যাপী বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা। মেলায় এবার উত্তরবঙ্গের চারটি জেলার চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের তিনশত এগারো জন শিক্ষার্থীর অংশ গ্রহণে একশত ষাটটি গবেষণা প্রকল্প নিয়ে স্টল প্রদর্শন করা হয়েছে।বৃহস্পতিবার সকালে জয়পুরহাট বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ ( বিসিএসআইআর ) চত্বরে এ মেলার উদ্বোধন করেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ’র অতিরিক্ত সচিব গোলাম রব্বানী। এসময় উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোকাম্মেল হক,পুলিশ সুপার রশীদুল হাসান , আই এম এম এম’র অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নাজিম জামান, সাংবাদিক নিশাত আনজুমান খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইন্সটিটিউটের পরিচালক ড. জহুরুল হক ও আই এম এম এম’র সিনিয়র সান্টিফিক ড. মধুসূদন সাহা।