ঢাকাসহ সারা দেশে বাস চলাচল শুরু
রাজধানী ঢাকাসহ সারা দেশে সোমবার থেকে সব ধরনের যান চলাচল শুরু হয়েছে।
৫ আগস্ট, রবিবার রাত সাড়ে ১১টার দিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ এ তথ্য জানিয়েছেন।
খন্দকার এনায়েত উল্লাহ বলেন, ‘সারাদেশের পরিস্থিতি এখন ভালো মনে হচ্ছে। আমরা নিরাপদ বোধ করছি। বাস চালানোর মতো পরিবেশ তৈরি হয়েছে। তাই মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সোমবার সকাল থেকে ঢাকাসহ সারা দেশে বাস চলাচল শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
২৯ জুলাই, রবিবার রাজধানীর বিমানবন্দর সড়কের জাবালে নূর পরিবহনের বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হন।
ওই ঘটনার পর নিরাপদ সড়কসহ ৯ দফা দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন সড়কের যানবাহনের লাইসেন্স পরীক্ষা করতে শুরু করেন তারা। কোথাও কোথাও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।
নিরাপত্তাহীনতার অভিযোগে যান চলাচল বন্ধ করে দেয় কিছু কিছু মালিক। তখন বাস মালিকরা জানিয়েছিলেন, সড়কে ভাঙচুরের কারণে পরিবহন শ্রমিকরা বাস চালাতে চাইছেন না।
অন্যদিকে পরিবহন শ্রমিকরা জানান, মালিকরা বাস নামাতে নিষেধ করেছেন। এরপর ৩ আগস্ট, শুক্রবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি এনায়েত বলেন, ‘ছাত্ররা বাস ভাঙচুর করছে এজন্য বাস চলাচল বন্ধ রয়েছে। ছাত্ররা ভাঙচুর বন্ধ করুক, বাস চলাচল স্বাভাবিক হয়ে যাবে।’