ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের ফুলেল শুভেচছা
জুনাইদ কবির,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : নিরাপদ সড়ক, নৌমন্ত্রীর পদত্যাগ সহ ৯ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে ফুলেল শুভে”ছা জানিয়েছেন পুলিশ।
শনিবার বেরা ১২টার দিকে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহরের চৌরাস্তায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। শিক্ষার্থীরা হাতে নানা ধরনের ব্যানার, ফেস্টুন নিয়ে স্লোগান দিতে থাকে; শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঠাকুরগাঁও চৌরাস্তা।
শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে জেলার প্রধান প্রধান সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় শিক্ষার্থীরা বেশ কয়েকটি যানবাহন চালকের লাইসেন্স যাচাই করেন।
এসময় ঠাকুরগাঁও জেলা পুলিশ বিক্ষোভরত শিক্ষার্থীদের সাথে ফুলেল শুভে”ছা বিনিময় করেন। পরে পুলিশের অনুরোধে শিক্ষার্থীরা ঘরে ফিরে যায়।
ঠাকুরগাঁও সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আমাদেরই সন্তান রাস্তায় এভাবে বিক্ষোভ না করে ক্লাশে ফিরে যাও।
উলেখ্য, একটি বাসের চাপায় গত ২৯ জুলাই কুর্মিটোলায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর পর থেকেই শিক্ষার্থীর এ বিক্ষোভ চলছে।