fbpx

টিকে থাকতে হাথুরুর শিষ্যদের প্রয়োজন ১৯৯

ZIM 198 (44.0 Ovs)
SL 119/4 (26.0 Ovs)  CRR: 4.58  REQ: 3.33
Sri Lanka need 80 runs

ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচে ফাইনালের লক্ষ্যে রবিবার (২১ জানুয়ারি) টস জিতে লঙ্কানদের বিপক্ষে ব্যাট করতে নেমে ৪৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯৮ রান তুলতে পেরেছে জিম্বাবুয়ে। ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরুও করেছিলেন মাসাকাদজা-মির। উদ্বোধনী জুটিতে ৪৪ রান তুলে বড় সংগ্রহের আভাস দিয়েছিলেন তারা। তবে তাদের দেখানো পথে হাঁটতে পারেনি পরের ব্যাটসম্যানরা।

লক্ষণ সান্দাকানের বলে কুশল মেন্ডিসের অসাধারণ ক্যাচ হয়ে ছন্দে থাকা সিকান্দার রাজা ফিরলে জিম্বাবুয়ে আরো চাপে পড়ে । এতে ১৭ ওভার শেষে ৭৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে দল।

এদিকে ত্রিদেশীয় সিরিজে টিকে থাকার লড়াইয়ে রবিবার (২১ জানুয়ারি) জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামে শংকায় থাকা শ্রীলঙ্কা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় দুপুর ১২টায়।

ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হার দিয়ে সিরিজ শুরু করে জিম্বাবুয়ে। তবে তাদের নিজেদের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। শ্রীলঙ্কাকে হারিয়ে প্রতিযোগিতায় টিকে যায় তারা। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগারদের কাছে শোচনীয় হারে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ার শংকায় রয়েছে শ্রীলঙ্কা।

এখন এই ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে আছে লঙ্কানরা। ফাইনালে যেতে হলে এই ম্যাচ সহ বাংলাদের বিপক্ষে অপর ম্যাচ জেতা ছাড়া কোনো উপায় নেই শ্রীলঙ্কা দলের।

স্কোর: জিম্বাবুয়ে ১৯৮/১০ (৪৪ ওভার)।

আউট: জারভিস (৫), টেলর (৫৮), মুর (০), ওয়ালার (২৪),রাজা (৯), মিরে (২১), মাসাকাদজা (২০), আরভিন (২)।

শ্রীলঙ্কা একাদশ : কুশল পেরেরা, উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল (অধিনায়ক), থিসারা পেরেরা, আসেলা গুনারত্নে, নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), লক্ষণ সান্দাকান, আকিলা ধনাঞ্জয়া, সুরঙ্গা লাকমল ও ফারনানদো।

জিম্বাবুয়ে একাদশ : হ্যামলিটন মাসাকাদজা, সলোমন মির, ক্রেইগ অরভিন, ব্রেন্ডন টেলর (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), তেন্ডাই চাতারা, কাইল জারভিস ও ব্লেসিং মুজারাবানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *