নিহত ১
টাঙ্গাইলে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষ, নিহত ১
পিকআপ ভ্যানের চালক নিহত
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ধল্লা এলাকায় বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে ওই পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। তার নাম শাওন মিয়া, বয়স ২৫ বছর। মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফজলুর রহমান জানান, সকালে ধল্লা এলাকায় গাজীপুরগামী পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাবনা এক্সপ্রেস নামে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি রাস্তার পাশের খাদে পড়ে গেলে চালক শাওন ও তার সহকারী মামুন মিয়া আহত হন। আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনি হাসপাতালে নিলে চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বাসটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন বলেও জানান তিনি।
নিহত শাওনের বাড়ি গাজীপুরে।