fbpx

ছাদ থেকে লাফিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

রাজধানীর খিলগাঁওয়ে একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে পুলিশের এক কনস্টবল আত্মহত্যা করেছেন।

নিহতের নাম তোফাজ্জল হোসেন (৩৯)। তিনি পুলিশের বিশেষ শাখায় (এসবি) প্রোটেকশন বিভাগে কর্মরত ছিলেন।

সোমবার সকাল সাড়ে ৮ টায় তিলপাড়ার বাসার ৫ তলার ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন তিনি।

খিলগাঁও থানার ওসি মশিউর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৮ এপ্রিল করোনা পরীক্ষা করান তোফাজ্জল। পরদিন তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে।

‘এরপরও বিষয়টি নিয়ে তার স্ত্রীর সঙ্গে সন্দেহ প্রকাশ করেন। এ নিয়ে তোফাজ্জল মানসিকভাবে হতাশাগ্রস্ত ও বিষণ্ন হয়ে পড়েন। তারপর থেকেই তিনি ঠিকমতো খাওয়া-দাওয়া করতেন না।’

ওসি বলেন, আজ সকাল ৮ টার দিকে তোফাজ্জল বাসা থেকে বের হওয়ার সময় বাইরে থেকে দরজা লাগিয়ে দেন। এর কিছু সময় পর ছাদ থেকে ভারি কিছু পড়ার শব্দ পান তার স্ত্রী। পরে বাসার সামনের রাস্তায় তোফাজ্জলের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখা যায়।

তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্ত্রী আয়েশা আক্তার জানান, সকাল ৮টায় রুম থেকে বের হওয়ার পর কিছুক্ষণ পরে তাকে নিচে গিয়ে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই।

তোফাজ্জল ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কনিকার গ্রামের সাহেদ মিয়ার ছেলে।

বর্তমানে ১৬৮/এ খিলগাঁও, তিলপাড়ায় স্ত্রী আয়েশা আক্তার ও দুই মেয়ে তাসফিয়া মিম (১৪) ও তাসফিয়া মৌকে (১২) নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি। তিন ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *