fbpx

ইউনিসেফে

ছন্দে ফিরবে বাংলাদেশ আশা সাকিবের

ছন্দে ফিরবে বাংলাদেশ আশা সাকিবের। চলতি মাসেই ঘরের মাটিতে আফগানিস্তানের মতো নতুন দলের বিপক্ষে ২২৪ রানের বড় ব্যবধানে টেস্ট ম্যাচ হারে বাংলাদেশ। এরপর আফগানদের কাছে টি-টোয়েন্টি ম্যাচও হারে সাকিব আল হাসানের দল। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না।

আফগানিস্তান সিরিজের আগে শ্রীলঙ্কায় গিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়। তার আগে বিশ্বকাপেও দলের পারফরম্যান্স ছিল হতাশাব্যঞ্জক। তবে, টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটের টাইগার অধিনায়ক সাকিব আল হাসান আশাবাদ ব্যক্ত করেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

বৃহস্পতিবার নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ পুরস্কার প্রদান করেছে ইউনিসেফ। পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাকিব। সাকিব ইউনিসেফের একজন শুভেচ্ছাদূত।

অনুষ্ঠানে সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেট নিয়ে বলেন, ‘ক্রিকেটে আমরা ভালো দল। সব দলই মাঝেমধ্যে এক ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যায়। আমরা এখন সেই অবস্থার মধ্যে রয়েছি।’

তিনি আরো বলেন, ‘আশা করি, আমরা অতীতে যেমন ভালো ক্রিকেট খেলেছি আবারও তেমন খেলা শুরু করব। আমার বিশ্বাস, ছন্দে ফিরতে আমাদের খুব বেশি সময় লাগবে না।’

২০২০ ও ২০২১ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা উল্লেখ করে সাকিব বলেন, ‘সামনে দুইটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। সবার কাছে দোয়া চাই যেন এ দুই বিশ্বকাপে আমরা দেশের মুখ উজ্জ্বল করতে পারি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *