ক্ষয় ক্ষতি
চৌদ্দগ্রামে বিদ্যুতের আগুনে ৮টি ঘর পুড়ে ছাই-১৫লক্ষ টাকার মালামাল ক্ষয় ক্ষতি
১৫লক্ষ টাকার মালামাল ক্ষয় ক্ষতি
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ২নংউজিরপুর ইউনিয়ন বেলঘর উত্তরপাড়ায় মোঃ জসিম উদ্দিন মিয়াবাজার তোষণ রফিক বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মোঃ জসিম উদ্দিনের নিজ জায়গা ৮টি রুম নির্বান করেন।
রুম গুলো বাড়া দিয়ে কোনো রকম ছেলে সন্তান কে নিয়ে জিবন যাপন করেন। তিনি আরো জানান বুধবার সকাল ৭টার সময় মোঃ জসিম উদ্দিনের বাসগৃহটি পল্লী বিদ্যুতের আগুনে পুড়ে ছাই হয়ে যায়।এই সময় বাসগৃহটিতে থাকা প্রায়১৫ লক্ষ টাকার মালামালের ব্যাপক ক্ষতি হয়।উল্লেখিত বাসগৃহটির মালিক মোঃ জসিম উদ্দিন আরো জানায় ৮টি পরিবারের এখন কি হবে এই অবস্তা কোথাই জাবে পরিবার গুলো। তাই তিনি মাননীয় প্রধান মন্ত্রীকে আহব্বান জনান অসহায় পরিবার গুলোর পাশে ধারানোর জন্য