পেস বোলারের অভিষেক ম্যাচে অসাধারণ বোলিং
বর্তমান ক্রিকেট বিশ্বের কয়েকজন ইয়াং স্টার পেস বোলারের অভিষেক ম্যাচে অসাধারণ বোলিং ও দারুন সফলতা। যাদের শুরুটা হয়েছিল পুরোই রাজকীয় ভাবে। এবং কাকতালীয় ভাবে তাদের প্রত্যেকেরই অভিষেক হয়েছিল টীম ইন্ডিয়ার বিপক্ষে। আর অভিষেক ম্যাচেই তারা আগুন ঝরা বোলিং দিয়ে একাই উড়িয়ে দিয়েছিলো টীম ইন্ডিয়াকে।
■ তাসকিন আহমেদ: বাংলাদেশ।
অভিষেক- ওয়ানডে ম্যাচ, ২০১৪ সালের ১৭ জুন, ঢাকা।
বোলিং ফিগার- ২৮ রানে ৫ উইকেট।
প্রতিপক্ষ- ইন্ডিয়া।
রেজাল্ট- ইন্ডিয়া ৪৭ রানে জয়ী (ডি/এল মেথড)
ম্যান অফ দ্য ম্যাচ- স্টুয়ার্ট বিন্নি।
■ জশ হ্যাজেলউড: অস্ট্রেলিয়া।
অভিষেক- টেস্ট ম্যাচ, ২০১৪ সালে ১৭ ডিসেম্বর, ব্রিসবেন।
বোলিং ফিগার- ৬৮ রানে ৫ উইকেট।
প্রতিপক্ষ- ইন্ডিয়া।
রেজাল্ট- অস্ট্রেলিয়া ৪ উইকেটে জয়ী।
ম্যান অফ দ্য ম্যাচ- স্টিভেন স্মিথ।
■ মুস্তাফিজুর রহমান: বাংলাদেশ।
অভিষেক- ওয়ানডে ম্যাচ, ২০১৫ সালের ১৮ জুন, ঢাকা।
বোলিং ফিগার- ৫০ রানে ৫ উইকেট।
প্রতিপক্ষ- ইন্ডিয়া।
রেজাল্ট- বাংলাদেশ ৭৯ রানে জয়ী।
ম্যান অফ দ্য ম্যাচ- মুস্তাফিজুর রহমান।
■ লুঙ্গি এনগিডি: দক্ষিণ আফ্রিকা।
অভিষেক- টেস্ট ম্যাচ, ২০১৮ সালের ১৩ জানুয়ারী, সেঞ্চুরিয়ান।
বোলিং ফিগার- ৩৯ রানে ৬ উইকেট।
প্রতিপক্ষ- ইন্ডিয়া।
রেজাল্ট- দক্ষিণ আফ্রিকা ১৩৫ রানে জয়ী।
ম্যান অফ দ্য ম্যাচ- লুঙ্গি এনগিডি।
উঠতি সব পেস বোলারের স্বপ্ন দেখা উচিৎ তাদের যেন অভিষেক হয় টীম ইন্ডিয়ার বিপক্ষে।