করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় প্রথমবার করোনা শনাক্ত ৫০০ ছাড়াল
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে ৫০৩ জন আক্রান্ত হয়েছেন, ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪,৬৮৯ জনে।
অন্যদিকে, এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও চার জন মারা গেছেন। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩১ জনে।
শুক্রবার এক নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক নাসিমা সুলতানা।
ব্রিফিং-এ জানানো হয়, গত একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ জন। এ নিয়ে মোট ১১২ জন সুস্থ হয়েছেন।
নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ৩,৬৮৬ জনের নমুণা পরীক্ষা করা হয়েছে।
যারা মারা গেছেন তাদের সবাই পুরুষ এবং এদের সবাই ঢাকার বাসিন্দা বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, “আমরা আজকে একটু আশার আলো দেখতে পাচ্ছি যে মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে।”
বাংলাদেশে এ পর্যন্ত সর্বমোট ৩৯৭৭৬টি নমুণা পরীক্ষা করা হয়েছে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশে যেহেতু রোজার মাস শুরু হতে যাচ্ছে সেজন্য মসজিদে নামাজ আদায় করার ক্ষেত্রে মুসল্লিরা যেন সরকারি নির্দেশনা মেনে চলেন।
নাসিমা সুলতানা সতর্ক করে বলেন, রমজানে স্বাস্থ্য বিধি মানলে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে ১২৩ আছেন। সব মিলিয়ে এ পর্যন্ত আইসোলেশনে আছেন ৯৯৫ জন।
নাসিমের সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৩৬৯৬ জন।
“যারা কোয়ারেন্টিনে আছেন তারা আসলে সুস্থ। এরা হয়তো কোন সময় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। তিনি এবং তার সাথে অন্য যারা আছেন সবাইকে নিরাপদে রাখার জন্য আমরা কোয়ারেন্টিনে থাকতে বলি,” বলছিলেন নাসিমা সুলতানা।