করোনাভাইরাস: পতেঙ্গা সমুদ্রসৈকতে নিষেধাজ্ঞা
করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্রসৈকতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অহেতুক জমায়েতে নিষেধাজ্ঞা দিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ। আজ বুধবার বিকেলে পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান এই আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) আবু বক্কর সিদ্দিক বলেন, সারা বিশ্বে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জনসমাবেশসহ বিভিন্ন জনবহুল এলাকায় তা ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। এই কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পতেঙ্গা সমুদ্রসৈকতে লোকসমাগমে নিষেধাজ্ঞা দিয়েছেন পুলিশ কমিশনার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে।
প্রসঙ্গত, সরকারিভাবে স্কুল, কলেজ ও মাদ্রাসা ছুটির পর গত বুধবার পতেঙ্গা সমুদ্রসৈকতে হাজার হাজার লোকের সমাগম হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়। নগর পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমানও আজ বিকেলে তাঁর ফেসবুকে পতেঙ্গা সমুদ্রসৈকতে লোকসমাগমের ছবির পোস্ট দেন। ওই পোস্টে তিনি লোকজনকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।