কচুয়ায় মৎস্য প্রকল্পের আওতায় জেলেদের সেলাই মেশিন বিতরন
মোঃ মহসিন হোসাইনঃ কচুয়ায় ২০১৮-১৯ অর্থ বছরে বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের বিকল্প আয়বর্ধমূলক (এআইডিএ) উপকরণ সেলাই মেশিন শনিবার (১১ আগষ্ট) ১১ টায় উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ৪০ জন অসহায়দের মাঝে বিতরন করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুমন দে সভাপতিত্বে ও সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদুল হাছানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুমন দে,কচুয়া থানা অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী,সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ,পৌর আওয়ামীলীগের আহবায়ক আক্তার হোসেন সোহেল ভূঁইয়া, চাঁদপুর জেলা পরিষদ সদস্য রওনক আরা রত্না,চাঁদপুর জেলা পরিবার পরিকল্পনার ভারপ্রাপ্ত পরিচালক আমিরুল ইসলাম মাখন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা।
এছাড়াও সাংবাদিক, রাজনৈতিক ও সূশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।