fbpx

১৩ শিক্ষার্থী আহত

কচুয়ায় কালবৈশাখীর তাণ্ডবে উড়ে গেছে বিদ্যালয়ের টিনের চাল, ১৩ শিক্ষার্থী আহত

টিনের চাল উড়িয়ে নেয়াসহ ওই বিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী আহত

মোঃ মহসিন হোসাইন,কচুয়া,চাঁদপুরঃ কচুয়ায় কালবৈশাখী ঝড়ের তান্ডবে উপজেলার পাথৈর উচ্চ বিদ্যালয়ের টিনের চাল উড়িয়ে নেয়াসহ ওই বিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ সময় পাথৈর গ্রামের বেশ কিছু বাড়ি, গাছ-পালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়। ঝড়ের তান্ডবে গাছ ও গাছের ডালা ভেঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়ে। ফলে আহত শিক্ষার্থীদের চিকিৎসা সেবা প্রদানে সমস্যার সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, গত ১০ মে বৃহস্প্রতিবার দুপুর ১২ টায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে উপজেলার পাথৈর উচ্চ বিদ্যালয়ের উত্তর ভিটির টিন সেট ঘরের চাল উড়িয়ে নিয়ে যায়। এসময় আতঙ্কিত শিক্ষক শিক্ষার্থীরা এদিক ওদিক ছোটা-ছুটি করার সময় শ্রেণী কক্ষের ব্যাঞ্চ ও টিনের নিচে পড়ে এবং প্রচন্ড ভয় পেয়ে প্রায় ১৩ শিক্ষার্থী আহত হন। অনেকে আতঙ্কে শ্রেণী কক্ষেই জ্ঞান হারিয়ে ফেলেন।

আহতদের নাম:

আহতদের মধ্যে-সুমাইয়া আক্তার,জাকিয়া আক্তার, ফেরদৌসি আক্তার, আমান উল্যাহ, নুরজাহান, নাসরিন আক্তার,মমতাজ আক্তার, শিল্পী আক্তার ও ফয়সাল হোসেন সহ অন্তত ১৩ জন শিক্ষার্থী।আহতদের স্থানীয় সাচার বাজারের রেনেসাঁ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।তাদের মধ্যে অষ্টম শ্রেণির ছাত্রী জাকিয়া আক্তারের অবস্থা আশংকাজনক তাতে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা কুচাইতলি হাসপাতালে প্রেরন করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. সালেহা আক্তার জানান- দুপুরে হঠাৎ প্রচন্ড কাল বৈশাখী জড় ও বৃষ্টি শুরু হলে বিদ্যালয়ের টিনের চাল উড়ে যায় এবং বেশ কয়েকজন শিক্ষার্থী মারাত্মক আহত হয়।তিনি আরো জানান, বিদ্যালয়ের চালা উড়ে যাওয়ায় খোলা আকাশের নিচে ক্লাস করতে হবে শিক্ষার্থীদের। এদিকে প্রচন্ড ঝড়ে কচুয়া উপজেলার পাথৈর উচ্চ বিদ্যালয়ের একমাত্র টিনসেট ভবনের চালা উড়ে যাওয়ায় স্থানীয় প্রশাসনের প্রতি দ্রুত মেরামত কিংবা নতুন একাডেমীক ভবন নির্মানের দাবী জানান এলাকাবাসী।

https://currentbdnews24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *