fbpx

কুমিল্লার তাজুল ইসলাম

ওমানে আওয়ামীলীগের সাধারন সম্পাদক হলেন কুমিল্লার তাজুল ইসলাম

সাধারন সম্পাদক নির্বাচিত হলেন কুমিল্লার তাজুল ইসলাম

সোহাগ মিয়াজীঃ ওমান মাসকাট মাবিলা শাখার আওয়ামীলীগ সাধারন সম্পাদক নির্বাচিত হলেন কুমিল্লার তাজুল ইসলাম।গত ২৬ ফ্রেবরুয়ারী বাংলাদেশ আওয়ামীলীগ ওমান কেন্দীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি আর রহমান ও সাধারন সম্পাদক নুর উদ্দিন এক কার্য অনুষ্টানের মাধ্যমে ওমান মাবেলা ভিপি শাখার সভাপতি হাজী সামছুল হক ও সাধারন সম্পাদক তাজুল ইসলাম কে করে এ কমিটির অনুমোধন দেন।

উক্ত কমিটিতে সহ সভাপতি করা হয় আওয়ামীলীগের চার সদস্যকে সহ সাধারন সম্পাদক করা হয় তিন জনকে ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হাজারী কে করে সহ সাংগঠনিক সম্পাদক ১১ জনকে করা হয়।তাজুল ইসলাম কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম উপজেলা ৪নং শ্রীপুর ইউনিয়নের কৈয়নী গ্রামের ফজলে রহমানের পুত্র।জম্মগত ভাবে তিনি একজন আওয়ামীলীগ পরিবারে সন্তান।শিক্ষকাগত যোগ্যতা দিক থেকে পিছিয়ে নেই তাজুল ইসালাম।বাবার মৃত্যুর পর দারিদ্র পরিবারের হাল ধরতে পারিদেন পরদেশ ওমানে।

সেখানে চাকরির পাশাপাশি নিজের রক্তে মিশে থাকা রাজনীতিকে আকড়ে দরে চালিয়ে গেছেন সাংঘঠনিক কর্মকান্ড।দীর্ঘ ২৫ বছর বিদেশ জীবনে বাংলাদেশ আওয়ামীলীগ ওমান মাবেলা রাজনীতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন তিনি।রাজনীতির পাশাপাশি সমাজ সেবা যেমন হত দারিদ্রদের সহযোগিতা,মসজিদ মক্তবে দান করা,দারিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশুনার জন্য সহযোগিতা করা সহ গরিব অসহায় মেয়েদের বিয়েতে দান করা,গ্রামের বেকার যুবকদের আত্মকর্মসংস্থান জন্য বিদেশ নেওয়া সহ দলের সাংগঠনিক কর্মকান্ডে তিনি এগিয়ে থাকেন সব সময়।

তিনি সাংবাদিকে বলেন আমাকে ওমান মাবেলা ভিপি শাখার সাধারন সম্পাদক নির্বাচিত করায় আমি বাংলাদেশ আওয়ামীলীগ ওমান কার্যনির্বাহী কমিটির সভাপতি আর রহমান ও সাধারন সম্পাদক নরু উদ্দিন প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সর্ব পরি আমার প্রানপ্রিয় চৌদ্দগ্রাম বাসির কাছে দোয়া কামনা চাই।

https://currentbdnews24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *