ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মেসি
লা লিগায় রবিবার ক্যাম্প নউতে ১-০ গোলে আতলেতিকো মাদ্রিদকে হারিয়েছে বার্সেলোনা।
ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়লেন মেসি । ঘরের মাঠে এই দিন ২৫ গজ দূর থেকে বাঁকানো ফ্রি-কিকে বল জালে পাঠান মেসি। যেটা চলমান লিগে এটি তার ২৪তম গোল। তবে এইদিন স্পেনের শীর্ষ লিগে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা রেকর্ড গড়েন ফুটবল রাজকুমার লিওনেল মেসি। এছাড়া আর্জেন্টিনা এবং বার্সেলোনার ইতিহাসেও সর্বোচ্চ গোলদাতার মালিকও তিনি।
সব প্রতিযোগিতা মিলে আর্জেন্টাইন এই তারকা বার্সেলোনার হয়ে ৫৩৯ টি গোল করেন। তাছাড়া দেশের হয়ে করেছেন ৬১টি গোল। গতকাল গোল করার ফলে দেশ এবং ক্লাব মিরিয়ে ৬০০ গোলের রেকর্ড গড়লেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার। গত ম্যাচে বৃহস্পতিবার লামাসের কাছে তাদের মাঠে হোচট খায় বার্সেলোনা। তবে কাল আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে শিরোপায় দৌড়ে নিজেদের এগিয়ে রাখলো তারা। স্পেনের শীর্ষ লিগে এই নিয়ে ২৭ ম্যাচসহ মোট ৩০ ম্যাচ অপরাজিত রইল বার্সেলোনা। ২৭ ম্যাচে তাদের পয়েন্ট হলো ৬৯। ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ।