আফ্রিদির কিংস সুপার ওভারেও ব্যর্থ
করাচি কিংসের দেয়া ১৬৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৬৩ রান তোলে লাহোর।
বাকি এক রান তুলতে না পারায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। কিন্তু টাই ম্যাচে সুনিল নারানের দুর্দান্ত বোলিংয়ের কাছে হেরে যায় আফ্রিদির কিংস।
দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে লেন্ডল সিমন্স আর বাবর আজমের অসাধারণ ব্যাটিংয়ে ৮ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করে করাচি কিংস।
জবাবে, আগা সালমানের হাফ-সেঞ্চুরিতে ৮ উইকেটে হারিয়ে লাহোর কালান্দার্সও তোলে ১৬৩ রান। যার কারণে টাই ম্যাচ হয়।
সুপার ওভারে প্রথমে ব্যাট করে লাহোর তোলে ১১ রান। ১১ রানের টার্গেটে, নারানের প্রথম বলে কোন রান নিতে পারেনি কিংসরা। দ্বিতীয় বলে এক রান নেন ল্যান্ডল সিমন্স। তৃতীয় বলে কলিন আউট হলে ব্যাট হাতে নামেন আফ্রিদি। শেষ বলে ছক্কা হাঁকালেও হার আটকাতে পারেনি বুম বুম আফ্রিদি। শেষে তিন রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়।