আইসিসির ‘উদীয়মান তারকা’
আইসিসির ‘উদীয়মান তারকা’ বাংলাদেশের আফিফ।
নিউজিল্যান্ডে এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ একদমই ভালো করতে পারেনি। তবে দল খারাপ করলেও আলাদা করে নজর কেড়েছেন আফিফ হোসেন।
নিউজিল্যান্ডের কন্ডিশনেও ব্যাটে-বলে বেশ উজ্জ্বল ছিলেন আফিফ। আসরে সর্বোচ্চ চারটি হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন আফিফ। ৪৬.০০ গড়ে টুর্নামেন্টে তার রান ছিল ২৭৬। শুধু ব্যাট হাতেই নয়, আফিফ দুর্দান্ত ছিলেন বল হাতেও, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আসরে মোট ৯টি উইকেট শিকার করে নেন বাংলাদেশের উদীয়মান অলরাউন্ডার আফিফ।
রোববার আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে তাকে ‘রাইজিং স্টার বা উদীয়মান তারকা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। আইসিসি নিজেদের ওয়েবসাইটে আফিফের উচ্ছ্বসিত প্রশংসা করেছে। আইসিসির থেকে বলা হয় (“কঠিন সময়ে পারফর্ম করার সামর্থ্য দেখিয়েছে আফিফ। পুরো প্রতিযোগিতায় সে মোট চারটি ফিফটি করেছে, যার মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে ৭১ রানের ইনিংসটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ইংল্যান্ডের বিপক্ষেই ১৫ রানে ৩ উইকেট নিয়েছে সে। যার ফলে ইংলিশরা অল্পতেই সেদিন গুটিয়ে গিয়েছিল”।)
এদিকে শুধু আইসিসির নয়, আফিফ নিজে দারুন পারফরম্যান্স দিয়ে জায়গা করে নিয়েছেন ইএসপিএন-ক্রিকইনফোর একাদশেও। যুব বিশ্বকাপের এই একাদশে একমাত্র বাংলাদেশের প্রতিনিধি তিনি।
২০১৬ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার মাধ্যমে পরিচিতি আফিফ। রাজশাহী কিংসের জার্সি গায়ে টি-২০ ফরম্যাটের সর্বকনিষ্ঠ বোলার হিসেবে তিনি সেবার এক ম্যাচে শিকার করেন পাঁচ উইকেট, তাও তখনকার শক্তিশালী দল চিটাগং ভাইকিংসের বিপক্ষে।