fbpx

রাজধানীতে ড্রাম থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুর থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এখন পর্যন্ত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। তবে তার বয়স আনুমানিক ২৫ বছর।

২৯ অক্টোবর, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ঢাকা উদ্যান এলাকার ৩ নম্বর রোডের ডি ব্লকের ১০ নম্বর বাসার নিচতলা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

মোহাম্মদপুর থানার এসআই গােলাম মোস্তফা জানান, ডি ব্লকের ১০ নম্বর বাসার কেয়ারটেকারের ফােনে ঘটনাস্থলে যায় পুলিশ। গিয়ে দেখতে পায় বাসার নিচতলার একটি রুম থেকে গন্ধ বের হচ্ছে। পরে এলাকার কিছু মানুষ ডেকে সেই রুমের তালা ভাঙা হয়। তালা ভাঙার পর ঘরে একটি ড্রাম পড়ে থাকতে দেখা যায়। সেই ড্রামটি খুললে ওই গৃহবধূর মরদেহ পাওয়া যায়। মরদেহ উদ্ধার করে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। তবে ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক মনোমালিন্যের জেরে ওই গৃহবধূকে হত্যা করে তার স্বামী পালিয়ে গেছেন। বাসাটিতে তার স্বামী-স্ত্রী থাকতেন। নিহতের স্বামী টাইলসের কাজ করতেন। তাদের গ্রামের বাড়ি সিলেটে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন গােলাম মোস্তফা।

https://currentbdnews24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *