মেয়র নিহত
বুরকিনা ফাসোর হামলায় মেয়র নিহত
মেয়র নিহত হয়েছেন
মালির সীমান্তবর্তী এলাকায় বন্দুকধারীদের হামলায় বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলের এক মেয়র নিহত হয়েছেন। সোমবার দেশটির নিরাপত্তা সূত্র একথা জানিয়েছে।
সূত্র জানায়, সৌম প্রদেশের কৌতৌগৌ বিভাগের মেয়র হামিদৌ কৌন্দাবাকে ‘পরিকল্পিতভাবে’ হত্যা করা হয়েছে। রোববার রাতে বন্দুকধারীরা মোটরসাইকেলে করে এসে তার বাড়ির সামনে খুব কাছ থেকে তাকে গুলি করে পালিয়ে যায়।
প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিস্টিয়ান কাবোরে টুইটারে বলেন, ‘আমি এই কাপুরুষোচিত ও ঘৃণ্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি।’