fbpx

থাই ‘গুহা বালকরা’ দেখল ম্যানইউ-এভার্টনের ম্যাচ

থাইল্যান্ডের চিয়াং রাই প্রদেশে গুহায় গত জুলাইয়ে দু’সপ্তাহেরও বেশি সময় আটকে থাকা ১২ কিশোর নজর কাড়েছে পুরো বিশ্বের। আর তারই জের ধরে এবার ওল্ড ট্রাফোর্ড মাঠে রবিবার ওই কিশোররা ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে এভার্টনের একটি ম্যাচ দেখল।

এ ব্যাপারে বিবিসি জানায়, এদিন ১১ থেকে ১৬ বছর বয়সী এই থাই কিশোর ফুটবলারদের ওল্ড ট্রাফোর্ডে ‘বিশেষ অতিথির’ মর্যাদা দেওয়া হয়। এছাড়া এভার্টন ক্লাবের সঙ্গে ম্যাচের আগে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রশিক্ষণ গ্রাউন্ডে নিয়ে ম্যানেজার জোসে মরিনিও এবং খেলোয়াড়দের সঙ্গে এই কিশোরদের পরিচয় করিয়ে দেওয়া হয়। শুধু এই নয়, তারা তাদের প্রিয় দলের প্রিয় তারকাদের সঙ্গে কথা বলা এবং ছবিও তোলে।

এদিকে, পল পগবা, অ্যান্থনি মার্শিয়াল, অ্যাশলে ইয়াংয়ের মতো তারকাদের সঙ্গে থাই কিশোর ফুটবলারদের একটি ছবি ক্লাবের টুইটার পাতায় পোস্ট করা হয়েছে। পরে ক্লাব ডিরেক্টরদের জন্য সংরক্ষিত বক্সে বসে তাদের ম্যাচ দেখতে দেওয়া হয় হয়।

উল্লেখ্য, “ওয়াইল্ড বোর” ফুটবল দলের ওই কিশোরদের সিংহভাগেরই প্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।

currentbdnews24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *