fbpx

জাপান ফুটবল দলের কোচের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে

জাপান ফুটবল দলের কোচের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে ভাহিড হ্যালিহ্যাজিচকে।

যুগোস্লাভিয়ার সাবেক এই ফুটবলের বদলে টেকনিক্যাল ডিরেক্টর আকিরা নিশিনের কাঁধে দায়িত্ব দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। জাপান ফুটবল ফেডারেশনের (জেএফএ) প্রেসিডেন্ট কোজো তাশিমার বিষয়টি নিশ্চিত করেছেন।

চ্যানেল নিউজ এশিয়া জানায়, আইভোরি কোস্ট ও আলজেরিয়ার সাবেক এই কোচকে সরিয়ে দেবার কোনো কারণ ব্যাখ্যা করেনি কর্তৃপক্ষ। বিশ্বকাপের মাত্র দু মাস আগে এমন সিদ্ধান্তে নিয়ে আলোচনায় এসেছে ব্লু সামুরাইরা। যদিও উল্টো আকিরাকে নতুন কোচের দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে। তার অধীনেই নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাবে জাপানীরা।

২০১৫ সালে হ্যালিহ্যাজিচকে নিয়োগ দেয় জেএফএ। তার অধীনে বিশ্বকাপে জায়গা করে নেয় জাপান। আগামী জুনের ১৯ কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে জাপানের।এর আগে ফ্রেঞ্চ লিগ ওয়ানের লিলে, রেনেস ও প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) মতো দলকে প্রতিনিধিত্ব করেন।

 

 

সুত্র- ওয়াই/পি, চ্যানেল নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *