চীন থেকে চিকিৎসা সামগ্রী আনবে বিমান বাহিনী
চীন থেকে করোনাভাইরাস শনাক্তের কিট, পিপিইসহ প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী নিয়ে আসছে বাংলাদেশ বিমানবাহিনী। এ জন্য বিমানবাহিনীর একটি পরিবহন বিমান আজ শুক্রবার চীনে যাবে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে করোনাভাইরাস প্রতিরোধে চীন থেকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সহায়ক সামগ্রী সংগ্রহের জন্য আজ বিমানবাহিনীর ১৬ জন এয়ার ক্রু চীনের উদ্দেশে চট্টগ্রামের আন্তর্জাতিক শাহ আমানত বিমানবন্দর ত্যাগ করবেন। বিমানবাহিনীর এয়ার কমডোর মো. জাহিদুর রহমান দলনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। চিকিৎসা সামগ্রী নিয়ে বিমানটি আগামীকাল শনিবার দেশে ফিরবে। এর আগে সি-১৩০জে বিমানটি চীন যাত্রার উদ্দেশে ঢাকায় বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু থেকে গতকাল চট্টগ্রামে আসে। মিশন সুসম্পন্ন করতে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন।