ক্যান্টিনের খাবার খেয়ে দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪০ শিক্ষার্থী হাসপাতালে
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ৪০ শিক্ষার্থী ক্যান্টিনের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন।
৮ আগস্ট, বুধবার দিবাগত রাতে গুরুতর অবস্থায় ১৮ শিক্ষার্থীকে দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিক্ষার্থীরা জানায়, মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের তরিকুল ক্যান্টিনে ব্রয়লার মুরগির ভুনা, আলুর ভর্তা ও খিচুরি খায় প্রায় ৬০ জন শিক্ষার্থী। পরে তারা বমি, পেট ব্যথা, পাতলা পায়খানা ও জ্বরে আক্রান্ত হয়ে পড়ে।
এদের মধ্যে ৪০ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মেডিসিন সেন্টারে চিকিৎসা নেয়। কিন্তু সেখানে বুধবার সারা দিন চিকিৎসা দেওয়ার পরেও তাদের অবস্থার উন্নতি হয়নি। পরে বুধবার রাত ১২টার দিকে ১৮ শিক্ষার্থীকে দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
দিনাজপুর জেনারেল হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট ডা. ওয়াহেদুল হক জানান, ভর্তি হওয়া শিক্ষার্থীরা সবাই খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত।
মেহেদী হাসান নামের অসুস্থ এক ছাত্র অভিযোগ করে জানান, জিয়া হলের ডাইনিংয়ের খাবারের মান ভাল না হওয়ায় তারা একই হলের তরিকুলের ক্যান্টিনে বেশ কিছুদিন ধরে খাবার খাচ্ছিলেন। কিন্তু তরিকুলের ক্যান্টিনের খাবার ভেজাল হওয়ায় তাদের এই পরিণতি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর ড. সফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছুই জানেন না বলে জানান।
এদিকে ক্যান্টিনের মালিক তরিকুল ইসলামের সঙ্গে যোগযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।