fbpx

এবিএমএ বাহার

বর্তমান সরকার উন্নয়নের কথা ছাত্র ছাত্রীদের বুঝানো উচিত: এবিএমএ বাহার

চৌদ্দগ্রাম আজ উন্নয়নের জোঁয়ারে বাসছে 

ছাত্র-ছাত্রীদের মাজে বর্তমান সরকার এবং চৌদ্দগ্রামে মুজিবুল হকের উন্নয়নের কথা ছাত্র ছাত্রীদের বুঝানো উচিত।চৌদ্দগ্রাম আজ উন্নয়নের জোঁয়ারে বাসছে।যে দিকে তাকাই শুধু উন্নয়ন আর উন্নয়ন।রাস্তাঘাট, পুল কালভার্ট, থেকে শুরু করে স্কুল কলেজ,মাদ্রাসা,মসজিদ মক্তব সনাতন ধর্মাল্বীদের জন্য গীর্জা এবং শতভাগ বিদ্যুৎতের ব্যবস্থা এসব এক মাত্র সম্বব হয়েছে উন্নয়নের কান্ডারী মুজিবুল হক মজিব চৌদ্দগ্রামে এমপি নির্বাচিত হওয়ার কারনে।

চৌদ্দগ্রাম উপজেলা আজ একটি মডেল হিসেবে পরিনিত হয়েছে।বাংলাদেশ সরকার জননেত্রী শেখ হাসিনা যে লক্ষ ২০২১ সাথে বাংলাদেশ হবে একটি মধ্যমায়ের দেশ।সে লক্ষ্য আওয়ামীলীগ সরকার কাজ করে যাচ্ছে।ছাত্র ছাত্রীদের পড়া লেখার জন্য বিনামৃল্য বই ভিতরন গরিব ছাত্রছাত্রীদের জন্য উপবৃত্তি মহিলাদের মাতৃত্ব কালীন ভাতা,বয়স্ক ভাতা,প্রতিবন্ধী ভাতা এবং দশটাকা কেজিতে চাউল বিতরন সব কিছু এ সরকারের আমলে সম্বব হয়েছে।

তিনি আরোও বলেন, চৌদ্দগ্রামে উন্নয়নের মুজিবুল হকের কোন বিকল্প নাই তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ সরকারের প্রতীক,নৌকা কে বিজয় করে আমরা মুজিবুল হক এমপি কে পূনরায় চৌদ্দগ্রামে মাটিতে দেখতে চাই তিনি গতকাল চৌদ্দগ্রাম কালিকাপুর নাজিম আলী স্কুল এন্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। উক্ত অনুষ্ঠানে কালিকা পুর ইউনিয়নের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ভিপি মাহবুব হোসেন মজুমদার সভাপতিত্বে করেন।

বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সৈয়দ আব্দুল খোকনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী জাফর আহমেদ চেয়ারম্যান ঘোলপাশা ইউনিয়ন,রহমত উল্লাহ বাবুল অধ্যক্ষ মিঞা বাজার ডিগ্রী কলেজ,মোঃ আজহারুল ইসলাম ভূঁইয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহ ধর্মপুর নাজিম আলী স্কুল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল বারী এবং ছাত্রছাত্রীদের অভিভাবক বৃন্দ ও এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠান শেষে অতিথিদের পুরুষ্ককৃত করেন এবং ছাত্রছাত্রীদের মাজে পুরষ্কার তুলে দেন অতিথি বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *