fbpx

সামাজিক বিচার

বিবেক থাকতে আদালত কেন? সামাজিক বিচার হতে পারে একটা সমস্যার সুষ্ট সমাধান

সামাজিক বিচার হতে পারে একটা সমস্যার সুষ্ট সমাধান

 সোহাগ মিয়াজী: গত শুক্রবার কুৃমিল্লা জেলা চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের নারচর গ্রামে একটি সামাজিক বিচারের মাধ্যমে জমি সক্রান্ত বিরোধ সমাধান করা হয়।

স্থানীয় গুনি বিচারক সরবত উল্লাহ মুহরী সূত্রে জানা যায়, নারচর গ্রামে মৃত সৈয়দ আলী পুত্র আব্দুল ওহাব(৭০) গং দের পতৃক সম্পত্তি নিয়ে একই গ্রামের মাষ্টার আব্দুল খালেক(৫৮) গংদের সাথে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছে।গত শুক্রবার সামাজিক একটি বৈঠকের মাধ্যমে মোট সম্পত্তির ২২৮-২৭৩ দাগের ৮ শতক সম্পত্তির সমস্যা সমাধান করা হয়। এ ৮ শতক জায়গার মধ্যে মাষ্টার আব্দুল খালেক ও আব্দুল ওহাব গংরা ৪ শতক জায়গা মসজিদে ওয়াক্‌ফ করেদেন আর বাকী ৪ শতক জায়গা ২ শতক করে উভয়ের সঠিক কাগজ পত্রাদি দেখাইয়া বিচারকারীদের মাধ্যমে ভাগ করে নেন।

উক্ত সামাজিক বৈঠক মাওলানা দেলোয়ারের সভাপতিত্বে গ্রাম্য বিচারক মন্ডীর মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর ইউনিয়নের ঘোপাল নঘরের কৃতি সন্তান শরবত উল্লাহ মুহরী,নালঘরে রুহুল আমিন ভ্যান্ডর,মিজি আব্দুল আজিজ,মিজি আব্দুর রহিম,আজাদ শিতলীয়া,শামছুল হক মজুমদার গাজারিয়া,আবু তাহের মজুমদার কৈয়নী সহ উক্ত এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *