fbpx

ইতিহাসের পাতা থেকে মুছে যাওয়া পাঁচজন মুক্তিযোদ্ধার গল্প

ইতিহাসের পাতা থেকে মুছে যাওয়া পাঁচজন মুক্তিযোদ্ধার গল্প

মুক্তিযোদ্ধা পাঁচজন হলেন…

১) আব্দুল গনী মন্ডল 
গ্রাম: চাঁপাডাল, ইউনিয়ন : পাহাড়পুর ।

২) আফজাল
গ্রাম: উত্তর রামপুর, ইউনিয়ন : পাহাড়পুর ।

৩) শরিফ
গ্রাম: কোলা, ইউনিয়ন : কোলা ।

৪) ফরিদ
গ্রাম: খাদাইল, ইউনিয়ন : মিঠাপুর ।

৫) নুরুল ইসলাম
গ্রাম: দক্ষিণ শ্যামপুর, ইউনিয়ন : পাহাড়পুর ।

ঐতিহাসিক পাহাড়পুরের প্রাচীরের সীমান্ত ঘেঁসে মালঞ্চা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একদম পাশে পাঁচজন বীর মুক্তিযোদ্ধার সমাধি আছে হয়তো সেটাই অনেকেই জানে না ।

জয়পুরহাট-নাওগাঁ জেলা মুক্তিযুদ্ধের একটি উল্লেখযোগ্য স্থান হচ্ছে ঐতিহাসিক পাহাড়পুর । ১৯৭১ সনের ০৭ অক্টোবর বৃহস্পতিবার মুক্তিবাহিনীর গেরিলাদের সঙ্গে পাকিস্তানী হানাদার বাহিনীর ভয়াবহ সম্মুখ যুদ্ধ হয় । এই যুদ্ধে পাকিস্তানী বাহিনীর অনেক সৈন্য ও রাজাকার নিহত হয় । মুক্তিযোদ্ধাদের মোট ০৫ জন শহীদ হন ।

আর একজন এল, এম, জির, গুলি শেষ হওয়ায় সন্ধ্যার প্রাক্কালে আহত অবস্থায় পাকিস্তানী বাহিনীর হাতে আটক হন । তার নাম হলো আক্কেলপুরের শহীদ এ, কে, এম ফজলুল করিম ।

সেই সময় পাঁচজন শহীদ বীর মুক্তিযোদ্ধাকে সেখানেই সমাহিত হয় । আর পরে শহীদ এ, কে, এম ফজলুল করিমের লাশটাও কোথাও খুঁজে পাওয়া যায় নাই ।

নাওগাঁ সদর থেকে এই স্থানের দূরত্ব ৩৫ কিলোমিটারের মত আর জয়পুরহাটের সদর থেকে ১২ কিলোমিটারের মত দুরত্ব হবে ।

যেহেতু এই স্থানটা জয়পুরহাটের মধ্যে নয় আবার নাওগাঁ সদর থেকে অনেক দূরে হওয়ায় দুই জেলার কোন প্রশাসনের পক্ষ থেকে কেউ এই সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসে কি না সেটার যথেষ্ট সন্দেহ আছে । এমন কি নাম ফলকে মুক্তিযোদ্ধাদের নাম গুলোও ঠিকমত লেখা নেই….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *